প্রাক্তন সিবিআই কর্তা নাগেশ্বর রাওকে সাজা দিলো সুপ্রিম কোর্ট

Spread the love

আদালত অবমাননার অপরাধে প্রাক্তন সিবিআই কর্তা নাগেশ্বর রাওকে সাজা দিলো সুপ্রিম কোর্ট। তাঁকে ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রথম কোনও সিবিআই আধিকারিককে সাজা শোনালো শীর্ষ আদালত। পাশাপাশি নাগেশ্বর রাওকে এদিন শীর্ষ আদালত নির্দেশ দেয় যতক্ষণ না আাদলত শেষ হচ্ছে, ততক্ষণ তাঁকে ১নম্বর আদালতে বসে থাকতে হবে। এদিন সুপ্রিম কোর্ট বলে এক কোণায় গিয়ে বসে থাকুন। এদিকে নিঃশর্তে ক্ষমা চাওয়া সত্ত্বেও তাঁকে এক লক্ষ টাকা জরিমানাও করে শীর্ষ আদালত।

উল্লেখ্য, সিবিআইয়ের অন্তর্বর্তী ডিরেক্টরের দায়িত্ব পাওয়ার পর অফিসার এ.কে. শর্মার বদলির নির্দেশ দিয়েছিলেন নাগেশ্বর রাও। এ.কে. শর্মা বিহারের সরকারি হোমে শিশুদের যৌন নিগ্রহের ঘটনার তদন্ত করছিলেন। তাঁকে বদলির নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইতে হয় এম নাগেশ্বর রাওকে। আদালতে তিনি বলেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশ লঙ্ঘন করার কথা তিনি ভাবতেও পারেন না। আদালত অবমাননার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সম্মতি ছাড়া এ কে শর্মাকে বদলি করা আমার উচিত হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*