প্রকাশ্যে ভ্যালেনটাইনস ডে পালন করতে দেখলেই বিয়ে দিয়ে দেওয়া হবে। এভাবেই যুগলদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিল বজরং দল। ভ্যালেন্টাইনস ডে’র বিরোধিতায় বুধবার দলের পক্ষ থেকে মিছিলও করা হয় নাগপুরে। বজরং দলের দাবি, এসব ভারতীয় সংস্কৃতির বিরোধী তাই এসব বন্ধ করা যাবে না।
নাগপুরের বজরং দলের এক সদস্য বলেন, তাদের যদি ভ্যালেন্টাইনস ডে পালন করার অধিকার থাকে, তাহলে আমাদেরও সংস্কৃতি রক্ষার দায়িত্ব আছে। আমরা সঙ্গে পুরোহিত রাখব। কোনও যুগলকে আড়ালে-আবডালে ঘোরফেরা করতে দেখলেই তাদের সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে।
এদিন, হায়দ্রাবাদেও দেখা গেলো একই ছবি। বজরং দলের সদস্যরা হায়দ্রাবাদেও ভ্যালেনটাইনস ডে-এর বিরোধীতায় রাস্তায় নামে। চেন্নাইতেও বিহার হিন্দু ফ্রন্টের কর্মীরা কুকুর ও বাঁদরের বিয়ে দিয়ে এই দিনটির প্রতিবাদ জানায়।
Be the first to comment