সংবিধান ছেঁড়ার চেষ্টার অভিযোগে ২ সাংসদকে রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ চেয়ারম্যানের

Spread the love

জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশের পরেই উত্তাল হয়ে উঠলো রাজ্যসভা ৷ এদিন বিলের বিরোধিতা করার সময় সংবিধান ছিঁড়ে ফেলার চেষ্টা করেন পিডিপির দুই সাংসদ মির ফায়াজ ও নাজির আহমেদ লাওয়ে ৷ তখনই তাঁদের চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন ৷

প্রসঙ্গত, সোমবার জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব দেয় নরেন্দ্র মোদী সরকার ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল পেশ করতে গিয়ে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব রাখেন ৷ আজ রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে বিরোধীরা মুলতবি প্রস্তাব আনেন ৷ বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বকে গতকাল থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে ৷ রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং উপত্যকাজুড়ে চলছে কারফিউ ৷

এরপর সংশোধনী বিলটি রাজ্যসভায় পেশ করেন অমিত শাহ ৷ বিল পেশের পর বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় ৷ রাজ্যসভাজুড়ে শুরু হয় তুমুল হই-হট্টগোল ৷ এরই মাঝে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এতে লাদাখ ও জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা বলা হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*