নৈহাটি উৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়; দেখুন সরাসরি!

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে প্রতিবাদ জারি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শহরে মিছিলের পরে শুক্রবার উত্তর ২৪ পরগনার নৈহাটিতে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সঙ্গে দুপুরে এই পদযাত্রায় সামিল হবেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বরা। তার আগে এদিন নৈহাটি উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/466149570766128/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/447831419217589/?t=0

গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয় ব্যারাকপুর আসন। এর পরে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল সহ দমদম ও ব্যারাকপুর মহকুমার অন্তর্গত বেশ কয়েকটি পুরসভা তৃণমূলের হাতছাড়া হতে বসেছিল। যদিও সুকৌশলে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে সক্ষম হয়েছে তৃণমূল নেতৃত্বকে। বিজেপির দখলে নেওয়া সেই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নৈহাটিতেই আজ NRC ও CAA বিরোধী আন্দোলনের ঝড় তুলবেন মমতা। সেই সঙ্গে বিজেপির বিরোধিতায় সামিল হওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানবেন তিনি।

বৃহস্পতিবার কলকাতার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রা করেন তিনি ৷ পদযাত্রার শুরু ও শেষ দুই জায়গা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন ৷ সেই সঙ্গে বিজেপিকে NRC, CAA ছাড়াও একাধিক ইস্যু নিয়ে তুলোধনা করেন তিনি ৷ তিনি বলেন, “অসমে NRC-এর জেরে ৪০ লাখ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের গুয়াহাটিতে আটকে দেওয়া হয় ৷ লখনউতে পুলিশের গুলিতে ৪ জন মারা যায় ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে ৷ কিন্তু তাঁদের লখনউ এয়ারপোর্টের বাইরে বেরোতে দেয়নি ৷ ১৪৪ ধারার অজুহাতে আটকে দেওয়া হয়েছে ৷

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশজুড়ে ছাত্রদের উপর অত্যাচার চলছে ৷ তাদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে ৷ আমরা পড়ুয়াদের পাশে রয়েছি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*