
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ শুভ পয়লা বৈশাখ। এই নতুন বছরের আগমন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে কষ্টি পাথরের তৈরি বড়মার ‘ছোট মূর্তি ‘ তুলে দেবে নৈহাটির বড় মা কালী পুজো সমিতি। এই পাথরের মূর্তি তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী পাঁচ সাত দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই মায়ের মূর্তি, জানিয়েছেন মন্দির কমিটি।
সবকিছু ঠিকঠাক থাকলে নববর্ষের শুরুতেই বড়মার কষ্টিপাথরের সেই ছোট মূর্তি তুলে দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীর হাতে। তবে মুখ্যমন্ত্রী হাতে তুলে দেওয়ার আগে হবে মূর্তিটির শুদ্ধিকরণ ও যাগযজ্ঞ।
এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, ‘বাংলা নববর্ষের প্রথম দিকেই মুখ্যমন্ত্রীর হাতে মায়ের মূর্তিটি তুলে দেওয়ার ইচ্ছা আছে। এ নিয়ে সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনৎ দের সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক করা হবে। মুখ্যমন্ত্রীর হাতে বড়মার মূর্তি তুলে দেওয়ার আগে সেটি শুদ্ধিকরণ করা হবে। মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীর মঙ্গল কামনার জন্য যজ্ঞ হবে বড়মার মন্দিরে। মুখ্যমন্ত্রীর ইচ্ছাপূরণ করতে পেরে আমরা গর্বিত।’
Be the first to comment