শ্রমিক কোয়ার্টার্সের একাংশ ভেঙে জখম হলো ২ শিশুসহ ৪ ৷ নৈহাটির নদিয়া জুটমিলের শ্রমিক কোয়ার্টার্সের ঘটনা ৷ জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ বর্তমানে তারা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রায় তিন বছর ধরে বন্ধ নদিয়া জুটমিল ৷ কিন্তু, এখানকার প্রায় ৫০০ শ্রমিক ও তাঁদের পরিবার মুক্তারপুর অঞ্চলে এই মিলের কোয়ার্টার্সে বসবাস করেন। দীর্ঘদিন ধরেই তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃহস্পতিবার রাতে একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়ে দুই শিশুসহ ৪ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন ৷ দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷
জুটমিল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলছেন কোয়ার্টার্সের বাসিন্দারা ৷ তাঁদের দাবি, এখানে পানীয় জলও পাওয়া যায় না। বিদ্যুতের হালও খারাপ। কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও লাভের লাভ হয়নি। জানি না এরপর কী হবে?
Be the first to comment