রাফায়েল ইস্যু নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে জাতীয় রাজনীতি। পারস্পরিক দোষারোপের পালা চলছে। এ বার ফের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের নিরাপত্তার বিষয় কংগ্রেসের কাছে ‘পাঞ্চিং ব্যাগ’-এর মতো।
শনিবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেন্নাইয়ে তামিলনাড়ুর বিজেপি কর্মীদের সামনে নিজের বক্তব্য রাখছিলেন মোদী। সেই সময় তিনি বলেন, ” দেশের নিরাপত্তা সবসময় কংগ্রেসের কাছে হয় পাঞ্চিং ব্যাগ নাহলে টাকা রোজগারের পথ।” এই প্রসঙ্গে তিনি স্বাধীনতার পরের প্রসঙ্গ তুলে আনেন। মোদীর বক্তব্য, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মজা করে কংগ্রেস। এ দিকে স্বাধীনতার পর থেকে ৪০ ও ৫০’র দশকে জিপ কেলেঙ্কারি, ৮০’র দশকের বফর্স কেলেঙ্কারি থেকে শুরু করে হালের অগুস্তা কেলেঙ্কারি, দেশের প্রতিরক্ষা সেক্টর থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুঠ করেছে কংগ্রেস।
মোদীর কথায়, ” কংগ্রেস দেশের প্রতিরক্ষাকে টাকা রোজগারের একটা উপায় হিসেবে দেখেছে। এতে সেনার মনোবল ভেঙে গেলেও তারা পিছপা হয়নি।” কিন্তু বিজেপি দেশের সেনাদের উপর গর্বিত বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী।
এর আগে রাজস্থানের নির্বাচনী প্রচারেও দেশের সুরক্ষার প্রশ্নে কংগ্রেসের মনোভাব তুলে ধরেছিলেন মোদী। বলেছিলেন, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী আসলে দেশের সেনাবাহিনীর অপমান করেছেন।
তার আগে এই সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাকে বিজেপি নিজেদের রাজনৈতিক অ্যাসেটে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই সার্জিক্যাল স্ট্রাইককে অসফল বলেও উল্লেখ করেছিলেন তিনি। সেই পরিপ্রেক্ষিতে বারবার মুখ খুলেছেন মোদী। এ বারেও সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুললেন মোদী।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের এক অংশের ধারণা, পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর নিজের দলের কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই এই ধরণের কথা বলছেন মোদী। নিরাপত্তার মতো গুরুত্ত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। এখন দেখার কংগ্রেসের তরফে এর কোনও জবাব মেলে কিনা।
Be the first to comment