জনপ্রিয় অভিনেতা ও তেলুগু দেশম নেতা নন্দমুরি হরিকৃষ্ণের মৃতদেহের সামনে সেলফি তোলায় চাকরি গেল চার হাসপাতাল কর্মীর। বুধবার পথ দুর্ঘটনার মৃত্যু হয়েছে হরিকৃষ্ণের। তিনি তেলুগু দেশমের প্রতিষ্ঠাতা এন তি রামা রাওয়ের পুত্র। নালগোন্ডা হাইওয়েতে গাড়ি উল্টে আহত হলে তাঁকে হায়দরাবাদে কামিনেনি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতালের ওই চার কর্মী সেলফি তোলার পর তা পোস্ট করলে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চতুর্দিক থেকে নিন্দার ঝড় ওঠে। এক ওয়ার্ড বয় ছবি তুলছে। একজন ওয়ার্ড গার্ল আর দুজন নার্স সেদিকে তাকিয়ে আছে। হরিকৃষ্ণকে বাঁচানোর জন্য ডাক্তারদের চেষ্টা ব্যর্থ হওয়ার পরই ছবিটি তোলা হয়। ৬১ বছরের হরিকৃষ্ণ রাজ্যসভার সদস্য ছিলেন এবং অন্ধ্রপ্রদেশের মন্ত্রীও ছিলেন। তিনি ছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শ্যালক।
Be the first to comment