শেষবেলার প্রচারে উত্তেজনা নন্দীগ্রামেষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে জয় শ্রী রাম স্লোগান। মঙ্গলবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়ার ভাড়াবাড়ি থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন তৃণমূলনেত্রী। সেই পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পাশে জড়ো হয় একদল বিজেপি সমর্থক। তৃণমূল সুপ্রিমোর গাড়ির পিছনে জয় শ্রী রাম স্লোগান দিতে-দিতে ছুটতে শুরু করেন বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক। শেষমেশ ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা বিজেপিকর্মীদের আটকে দেন। সোজা নন্দীগ্রামের দিকে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি।
১ এপ্রিল মহারণ। নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই। রাজ্য তো বটেই গোটা দেশের নজর নন্দীগ্রামে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকেই এবার ভোটে লড়ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপক্ষে বিজেপির বাজি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন শুভেন্দু অধিকারী।
আগামী বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট। তার আগে মঙ্গলবারই শেষ নির্বাচনী প্রচার। নন্দীগ্রামে আজ শাসক-বিরোধী সব পক্ষেরই জমজমাট প্রচার। দিনভর সভা-সমাবেশ-রোড শো নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারীর সমর্থনে নন্দীগ্রামে আজ রোজড শো, সভা অমিত শাহের। অন্যদিকে, শুভেন্দুকে হারাতে গোটা নন্দীগ্রাম চষে ফেলছেন মমতা। আজ একগুচ্ছ কর্মসূচি জননেত্রীর।
তবে আজ সকালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায় রেয়াপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন। আজ সকালে নির্বাচনী কর্মসূচির জন্য রেয়াপাড়া থেকে গাড়িতে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন তিনি।
অভিযোগ, সেই সময় আগে থেকে ওই রাস্তায় জড়ো হয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। তৃণমূলনেত্রীর গাড়ি সেখানে পৌঁছোতেই গাড়ির পিছনে ছুটতে শুরু করেন তাঁদেরই কয়েকজন। জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তাঁরা।
সেখানেই ছিলেন পুলিশকর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দেন। রেয়াপাড়ার পরে এদিন সোনাচূড়াতেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে নিরাপত্তারক্ষী ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে। আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট। তার আগে আজ বিকেল পাঁচটায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। শেষবেলার জমজমাট প্রচার নন্দীগ্রামে। একাধিক সভা, রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা সভা, সমাবেশ বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীর।
Be the first to comment