সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিন রাজ্যে নয়, নন্দীগ্রাম মামলা চলবে কলকাতা হাইকোর্টেই। এই নির্দেশ দিয়ে শুক্রবার শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলাটি চলতে পারে বলে পর্যবেক্ষণ তাঁর। কোন যুক্তিতে মামলা ভিনরাজ্যে সরাতে চান, সেই প্রশ্ন তুলে শুক্রবার শুভেন্দুকে ভর্ৎসনা করেন বিচারপতি।
শীর্ষ আদালতের রায়ের জেরে হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের দ্রুত শুনানিতে আর বাধা রইল না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে অল্প ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিতেছিলেন দলবদলকারী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই ফলাফলে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে পুনর্গণনার মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পাল্টা মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে অন্যত্র সরানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন শুভেন্দু। তাঁর যুক্তি ছিল, হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার হওয়া সম্ভব নয়। তাই তা অন্য রাজ্যের আদালতে হোক।
শুভেন্দু অধিকারীর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। শুক্রবার তাঁর সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দেয় বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ। তাঁদের যুক্তি, এমনটা হলে হাই কোর্টের প্রতি মানুষের আস্থা কমে যাবে। তাতে আইনজীবী সালভে নিজেই মামলাটি প্রত্যাহারের কথা জানান।
এরপর বিচারপতিরা নির্দেশনামায় জানান, এই মামলায় সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না। এটা হাই কোর্টের বিষয়। সেখানেই নিষ্পত্তি হওয়া উচিৎ। তবে আরও কোনও আবেদন থাকলে আবেদনকারী প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন।
Be the first to comment