রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ। খোদ মুখ্যমন্ত্রী লড়াই করছেন ওই কেন্দ্রে। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির হেভিওয়াট প্রার্থী শুভেন্দু অধিকারী।
এদিকে নজর রেখে নন্দীগ্রামের উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় ভোটের আগে আজ ৪ জেলার ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ও রাজ্যের ডিজি। দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Be the first to comment