নতুন বছরের পূর্ব মেদিনীপুরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপহার। বহু কাঙ্খিত নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করবে রাজ্য সরকার। আজ, ৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রামে দাঁড়িয়ে এলাকাবাসীকে এমনই সুখবর শোনালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
এদিন কাকভোরে ভাঙাবেড়ায় শহিদ তর্পণ-এর পর কুণাল জানান, পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রামবাসীর জন্য বহু কাজ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন হলদিয়া এবং নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করবে রাজ্য সরকার। কুণালের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন নন্দীগ্রাম-হলদিয়া সেতু নির্মাণের। তিনি যখন এখানে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন তখন কথা দিয়েছিলেন সেতু করবেন। এখানকার মানুষও তাঁকে আবেদন করেছিলেন। তিনি এই বার্তাটি দিতে বলেছেন, বহু প্রতীক্ষিত নন্দীগ্রাম-হলদিয়া সেতু রাজ্য সরকার তৈরি করবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই প্রকল্পের ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি পর্যায়ক্রমে জানাবেন।”
কুণাল আরও বলেন, ” নন্দীগ্রামে হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামোয় মুখ্যমন্ত্রী নজর রাখছেন। অনেক কিছু করেও দিয়েছেন পূর্ব মেদিনীপুর জুড়ে। তাতে এখন নতুন সংযোগ হলদিয়া-নন্দীগ্রাম সেতু। যেখানে বিশেষ করে নন্দীগ্রাম, হলদিয়া, খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।”
Be the first to comment