একুশের ভোটের আগে রণকৌশল সাজিয়েছে বিজেপি। নন্দীগ্রামে মমতা প্রার্থী হওয়া মানে শুভেন্দুর কাছে সম্মানের লড়াই। তবে প্রার্থী হবেন না বলে আগে জানিয়েছিলেন শুভেন্দু।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে সেই কৌশল বদলাতে হবে গেরুয়া শিবিরকে।শুভেন্দুকে কীভাবে কাজে লাগানো হবে, সেই পরিকল্পনাও সারতে হবে বিজেপিকে। তবে আজ দক্ষিণ কলকাতার সভায় বলেছেন,’দল আমাকে বা অন্য কাউকে প্রার্থী করলে হাফ লাখ ভোটে হারাব।’
আজ আবার দুটো কেন্দ্র থেকেই লড়বেন বলেছেন তৃণমূল নেত্রী, অর্থাৎ ভবানীপুর ও নন্দীগ্রাম। এদিকে গত লোকসভা ভোটের পরিসংখ্যান বলছে, ভবানীপুরে বিজেপির চেয়ে তৃণমূল এগিয়ে মাত্র ৩ হাজার ১৬৮ ভোটে। কিন্তু লোকসভা ও বিধানসভা ভোটের ফারাক রয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তাঁরা বলছেন, এটা মাস্টারস্ট্রোক না ব্যুমেরাং তা তো সময় বলবে।
Be the first to comment