নন্দীগ্রাম পুনর্গণনা মামলার বিচারপতি বিজেপি ঘনিষ্ঠ? প্রশ্ন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের

Spread the love

নন্দীগ্রামের ভোটের পুনর্গণনা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মামলা যেই বিচারপতির এজলাসে উঠেছে, তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য, এদিন এই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ। তারপরই বিচারপতি চন্দ বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। দিলীপ ঘোষের বৈঠকে তিনি যোগ দিয়েছেন, এই অভিযোগ তুলে দুটি ছবিও পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

এদিন বিজেপির একটি সভার দুটি ছবি পোস্ট করে ডেরেক প্রশ্ন তোলেন, ‘ছবিতে যাঁকে গোল করে চিহ্নিত করা হয়েছে, ইনি কে? ইনি কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?’ এরপর এই বিচারপতির এজলাসে কেন নন্দীগ্রাম মামলা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক সহ তৃণমূলের একাংশ। সেই ছবিগুলির একটিতে দিলীপ ঘোষের পাশে বসে থাকা একজনকে গোল করে চিহ্নিত করা। অপর ছবিটিতে, দিলীপ ঘোষ ভষণ দিচ্ছেন, সেখানে একজন বসে থাকা ব্যক্তিকে চিহ্নিত করা।

প্রসঙ্গত, নন্দীগ্রামের ভোটের পুনর্গণনা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মামলা যেই বিচারপতির এজলাসে উঠেছে, তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উল্লেখ্য, এদিন এই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি কৌশিক চন্দ। তারপরই বিচারপতি চন্দ বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ ওঠে। দিলীপ ঘোষের বৈঠকে তিনি যোগ দিয়েছেন, এই অভিযোগ তুলে দুটি ছবিও পোস্ট করেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

এদিন বিজেপির একটি সভার দুটি ছবি পোস্ট করে ডেরেক প্রশ্ন তোলেন, ‘ছবিতে যাঁকে গোল করে চিহ্নিত করা হয়েছে, ইনি কে? ইনি কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?’ এরপর এই বিচারপতির এজলাসে কেন নন্দীগ্রাম মামলা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন ডেরেক সহ তৃণমূলের একাংশ। সেই ছবিগুলির একটিতে দিলীপ ঘোষের পাশে বসে থাকা একজনকে গোল করে চিহ্নিত করা। অপর ছবিটিতে, দিলীপ ঘোষ ভষণ দিচ্ছেন, সেখানে একজন বসে থাকা ব্যক্তিকে চিহ্নিত করা।

উল্লেখ্য, নন্দীগ্রাম কেন্দ্রের বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি শুরু হতেই হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানান, মামলার শুনানি করা হবে আগামী বৃহস্পতিবার। সব পক্ষকে ওই দিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, জন প্রতিনিধি আইন অনুযায়ী এই ধরনের মামলার শুনানির সময় আবেদনকারীর আদালতে উপস্থিত থাকার কথা। তবে এদিন আদালতে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সময় আদালতে হাজির থাকতে পারেন মমতা নিজে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*