যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন, সেদিনই নন্দীগ্রামের ঘটনা নিয়ে কমিশনে রিপোর্ট জমা দিল পুলিশ। দুর্ঘটনা নাকি হামলা? রিপোর্টে কিন্তু তা স্পষ্ট হল না একেবারেই। বরং বারবার কর্মসূচি বদল ও আগাম খবর না থাকায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিতে গিয়ে যে বিস্তর সমস্যায় পড়তে হয়েছিল পুলিসলশকে, রিপোর্টে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।
সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিবের মারফৎ পুলিশের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কমিশনে। কীভাবে চোট পেলেন মমতা ? পুলিশের রিপোর্ট অনুযায়ী, সন্ধে সাড়ে ৬টা নাগাদ নন্দীগ্রামের বেরুলিয়া বাজার পার হচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়, তখন গাড়ির পাদানিতে দাঁড়িয়ে আশেপাশের লোকজনের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন মমতা। সেসসময়ে গাড়ির দরজাকে কেন্দ্র একটি ঘটনা ঘটে। কীভাবে ঘটল? বিস্তারিত তথ্য নেই রিপোর্টে। স্রেফ এটুকুই উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
Be the first to comment