যাকে এত তোলপাড়, সিঙ্গুরের কৃষক আন্দোলন, বাম সরকারের পতন, সেই টাটা মোটর্সের ন্যানো এবার নিঃশব্দ প্রস্থানের পথে। গত জুনে ন্যানো কারখানা থেকে কেবল একটিই গাড়ি বেরিয়েছে। জুনে দেশের বাজারে ন্যানো বিক্রি হয়েছে মাত্রই তিনটি। যদিও কোম্পানি বলছে, এখনও ন্যানো বন্ধ করার কোনও সিদ্ধান্ত হয়নি। রতন টাটার মস্তিষ্কপ্রসূত মধ্যবিত্তদের হাতে দু-চাকার বদলে এই এক লাখি গাড়ি তুলে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। বাধ্যতামূলক বিবৃতিতে টাটারা জানিয়েছে, জুনে একটিও ন্যানো বিদেশে রফতানি হয়নি। ২০১৭ সালের জুনেও ২৭৫টি ন্যানো তৈরি হয়েছিল, বিদেশে গিয়েছিল ২৫টি। দেশের বাজারে ন্যানো বিক্রি হয়েছিল ১৬৭টি। টাটা মোটর্সের মুখপাত্র জানাচ্ছেন, ২০১৯ সালের পর এখনকার চেহারায় ন্যানো আর চলবে না। বেঁচে থাকতে হলে আরও লগ্নি চাই। তবে কোনও সিদ্ধান্ত হয়নি। ২০০৮ সালে অটো প্রদর্শনীতে প্রথম দেখা মেলে ন্যানোর। ২০০৯ সালে বাজারে আসে রতন টাটার স্বপ্নের ছোট গাড়ি। সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গুজরাটের সানন্দে সরিয়ে আনার পরেও লাভের মুখ দেখেনি টাটারা। খোদ রতন টাটা কবুল করেছেন, ন্যানো নিয়ে তাঁর ভুল হয়েছিল।
Be the first to comment