বিজেপি কর্মীদের হাতে জখম ৪ পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে নানুরের বন্দর গ্রামে। বুধবার সকাল থেকেই বন্দর গ্রামে পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, পুলিশ নির্দোষ এক বিজেপি কর্মীকে আটক করেছে। সেই ঘটনার প্রতিবাদে এবং আটক হওয়া বিজেপি কর্মীর মুক্তির দাবিতে পথ অবরোধ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে নানুর থানার ওসি মনোজ সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে বচসা শুরু হয়। উত্তেজনা বাড়তে থাকলে লাঠি হাতে পুলিশকে তাড়া করে বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় জখম হন ওসি মনোজ সিং সহ ৪ পুলিশকর্মী।
ঘটনার পরই বন্দর গ্রামে বোলপুর পুলিশ লাইন থেকে আরও ফোর্স পাঠানো হয়েছে। নানুর থানার পুলিশ অবশ্য গ্রামে ঢুকতে পারছে না। এদিকে পুলিশ না ঢুকতে পারায় আবার বিজেপি-তৃণমূল সংঘর্ষ বেঁধেছে গ্রামে। উঠেছে বোমাবাজির অভিযোগ। ঘটনার সূত্রপাত নানুরের বন্দর গ্রামে। মঙ্গলবার রাতে সেখানে বোমাবাজি হয়। ঘটনায় পুলিশ সাব্বার শেখ নামে এক বিজেপি কর্মীকে আটক করে। বিজেপির অভিযোগ, ওই গ্রামে তৃণমূলের লোকজন বোমাবাজি করেছে। পুলিশ বিনা কারণে বিজেপি কর্মীকে আটক করেছে। সেই ঘটনার প্রতিবাদেই আজ সকালে নানুর পালিতপুরে পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত বিজেপি কর্মীরা। সদ্য তৃণমূলে যোগ দেওয়া কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ করে তারা। বিজেপির দাবি, কাজলের নেতৃত্বেই অশান্তি ছড়ানো হচ্ছে গ্রামে। পাশাপাশি তারা দাবি করে, অবিলম্বে আটক বিজেপি কর্মীকে ছেড়ে দিতে হবে। না ছাড়ায় বচসা চরম আকার নেয়।
Be the first to comment