নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের জামিন নিশ্চিত করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ শুক্রবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ মার্চ ৷
এদিন ওই মামলার শুনানির জন্য নগর দায়রা আদালতে হাজিরা দিলেন রাজ্যের তিন হেডিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তাঁরা এতদিন অন্তর্বর্তী জামিনে ছিলেন ৷
এর আগে সিবিআই এই নেতাদের গ্রেফতার করেছিল নারদ মামলায়। কিন্তু গত মে মাসে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তাঁরা ৷ পরে ইডি নারদ মামলায় নতুন করে চার্জশিট পেশ করে। ফিরহাদ হাকিম, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্রোপাধ্যায়ের নাম ছিল তাতে।
গত নভেম্বরে এই মামলাটি নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে উঠলে তিনজনকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। ২৮ জানুয়ারি অর্থাৎ আজ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ছিল। সেই শুনানিতেই এই স্থায়ী জামিন দিয়েছে আদালত ৷
উল্লেখ্য, এর আগে অভিযোগ ওঠে নারদ মামলায় বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়া রাজ্যের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই ও ইডি ৷ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । এখনও সেই বিতর্কের অবসান হয়নি ।
Be the first to comment