আজ কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি হচ্ছে না। নারদ মামলায় হাই কোর্ট হলফনামা জমা না নেওয়ার কারণে সুপ্রিম কোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক।
সেই কারণেই হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ মঙ্গলবার এই মামলা শোনেনি। বুধবার এই মামলার শুনানি হতে পারে। ১৭ মে নারদ-কাণ্ডে গ্রেফতার হন রাজ্যের ৪ নেতা-মন্ত্রী। ওই ঘটনার প্রতিবাদে সিবিআই দফতরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
বিচার চলাকালীন আদালত চত্বরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীও। এই বিষয়গুলিকে একত্রিত করে নারদ মামলা অন্যত্র সরানোর দাবি করে সিবিআই। গত ২১ মে থেকে মামলা অন্যত্র সরানো নিয়ে হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি চলে। ৯ জুন অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্গভির সওয়ালের মাঝখানে মুখ্যমন্ত্রীর হয়ে হলফনামা জমা দেওয়ার আবেদন জানান আইনজীবী রাকেশ দ্বিবেদী।
Be the first to comment