নারদকাণ্ডে শুভেন্দু-শোভনকে ফের তলব করলো CBI

Spread the love

নারদকাণ্ডে তলব করা হলো রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে আবারও তলব করা হলো প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। আগামী বুধবার তাঁদের নিজাম প্যালেসের CBI-এর দফতরে হাজির হতে বলা হয়েছে। ওই দিন তাঁদের ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে CBI সূত্রে খবর। সঙ্গে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

এর আগেও শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য। কিন্তু তখন তিনি দিল্লিতে ছিলেন। সেই কারণেই তিনি CBI-এর দফতরে হাজির হতে পারবেন না। তাই তাঁকে ফের ডাকা হয়েছে বলে খবর। নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিয়োটি প্রকাশ করেন, তাতে দেখা যায়, তোয়ালে জড়িয়ে টাকা নিচ্ছেন কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু। তদন্তে নেমে CBI জানতে পারে, VIP করিডরে কোনও CCTV ক্যামেরা ছিল না। ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা। সেই সূত্রেই চার কর্মীকে ডেকে পাঠায় CBI। মেয়রকে চিঠি দেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার। সেই সূত্রে নিজাম প্যালেসে হাজিরা দেন তৎকালীন মেয়রের আপ্তসহায়ক তথা অফিসার অন স্পেশাল ডিউটি অম্লান লাহিড়ী। সঙ্গে যান দিনদয়াল সিং এবং প্রিয়জিত ঘোষ। তাঁদের কাছে তদন্তকারীরা জানতে চান, ম্যাথু পৌরনিগমে গিয়েছিলেন কি না। পাশাপাশি জানতে চান আরও কিছু তথ্য। তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও আগে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও।

এছাড়া এর আগেও CBI-এর জেরার মুখে পড়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিকভাবে দু’বার তলব করা হলেও তখন তিনি যাননি। পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু। পাশাপাশি CBI-এর তদন্তকারী দল শুভেন্দুর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায়। ওই অফিসেই নারদকর্তা ম্যাথু স্যামুয়েল হাজির হয়েছিলেন টাকার বান্ডিল নিয়ে। ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি শুভেন্দুর টাকা নেওয়ার দৃশ্য গোপনে রেকর্ড করেছিলেন বলে দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*