“বাবা ভাল নেই। আমাদের কিছু ভাল লাগছে না ৷” উদ্বিগ্ন ছেলে প্রদীপ দেবনাথ রবিবার একথা জানান ৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন কিংবদন্তী কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়েই রবিবার উদ্বেগ প্রকাশ করেন ছেলে ৷
২৪ ডিসেম্বর থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তী কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরেই ভুগছেন শিল্পী। গত বছর কোভিড সংক্রমিত হলেও বর্তমানে কিডনি-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। শনিবার রাত থেকেই তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসার জন্য তৈরি হয়েছে মেডিক্যাল টিম।
ডাঃ সমরজিৎ নস্করের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান এই কার্টুনিস্ট। তাঁদের কাছ থেকেই জানা গিয়েছে ৯৭ বছর বয়সী শিল্পী কাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে ৷ শিল্পীর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার পদক্ষেপ ঠিক করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর ৷
পরিবারের তরফে ছেলে প্রদীপ দেবনাথ বলেন, বাবার শারীরিক অবস্থা ভাল নয় । মাল্টিঅর্গ্যান ফেলিওরের আশঙ্কা রয়েছে । কিছু ভাল লাগছে না ৷ জানি না কী দাঁড়াবে ৷
Be the first to comment