বামেদের ভরসা পরিচিত মুখেই। প্রথম ও দ্বিতীয় দফার ৬০ আসনের প্রার্থী তালিকায় তরুণ ব্রিগেডের দেখাও সেভাবে মিলল না। সংযুক্ত জোটে কংগ্রেস, আব্বাস সিদ্দিকির ISF-এর সঙ্গে আসন রফা এখনও সম্পূর্ণ না হওয়ায় বাকি রইল কাশীপুর, গড়বেতা, দাসপুর, পিংলা, নন্দীগ্রাম ও এগরা আসনে প্রার্থী ঘোষণা। আলিমুদ্দিনের পার্টি অফিস থেকে বাকি আসনে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিমান বসু।
নন্দীগ্রামে প্রার্থী নিয়ে বামফ্রণ্ট চেযারম্যান প্রথমেই বলেন, ‘এবারের ভোটে নন্দীগ্রাম এবার হাইপ্রোফাইল কেন্দ্র। তাই ওটা আপাতত আমরা ফাঁকা রেখেছি।’ এছাড়া আসন রফা না হওয়ায় প্রথম ও দ্বিতীয় দফা মিলে খালি মোট ছয় কেন্দ্রের প্রার্থী ঘোষণা। তরুণ প্রার্থী হিসেবে জায়গা পেয়েছে মধুজা সেন রায়। দাঁড়াবেন ঝাড়গ্রাম থেকে। অগ্নিকন্যা বাম নেত্রী দেবলীনা হেমব্রম লড়ছেন রানিবাঁধ থেকে। পুলিনবিহারী বাস্কে দাঁড়াচ্ছেন কেশিয়ারি থেকে। সুশান্ত ঘোষ বামেদের প্রতিনিধিত্ব করবেন শালবনীতে।
প্রার্থী তালিকা ঘোষণার সময় বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, যে আসনে কংগ্রেস বা আইএসএফ প্রার্থী দেবে, সেগুলি সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে পরে জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, দু-তিন দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে আব্বাস সিদ্দিকির দল। অন্যদিকে, দিল্লিতে হাইকম্যান্ডের সবুজ সংকেত পেলেই প্রার্থী ঘোষণা করবে হাত শিবির।
Be the first to comment