সাত সকালেই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নারায়ণগড় থানার অন্তর্গত মকরামপুর। বিস্ফোরণের ফলে উড়ে যায় মকরামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর। গরুতর জখম অবস্থায় পাঁচ জনকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে ভয়ানক বিস্ফোরণটি হয়েছে পার্টি অফিসের মধ্যেই। ভিতরে তখন জনা আটেক কর্মী ছিলেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্টি অফিসের একাংশ উড়ে যায়। এলাকার বাসিন্দারা ছুটে এসে আহত কর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক কর্মী।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি পার্টি অফিসের ভিতর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি হয়ছে। তবে, এলাকার বাসিন্দারা দাবি করছেন, ওই দলীয় কার্যালয়ের ভিতরে অনেক বোমা মজুত করা ছিল। এ দিন সকালেও চলছিল বোমা বাঁধার কাজ। ওই বোমা ফেটেই এই ঘটনা ঘটেছে। যদিও এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।
Be the first to comment