গেরুয়া শিবিরের জাতীয় কর্মসমিতিতেও চর্চায় ‘বাংলার সন্ত্রাস’! জেপি নাড্ডার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, বাংলায় কঠিন পরিস্থিতিতে লড়াই করছেন বিজেপির কর্মীরা। বাংলা-সহ একাধিক রাজ্যে দলীয় কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। প্রধানমন্ত্রীর এই দাবিকে অবশ্য খারিজ করে দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, “সাহস থাকলে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ডটা দেখান। মোদি-অমিত শাহ ঘুমোতে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভূত দেখেন।”
জাতীয় কর্মসমিতির শেষ দিনে বক্তব্য রাখেন মোদি। সেখান থেকে দলীয় কর্মীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্কও করে দেন। বলেন, “বহু রাজনৈতিক দল এদেশে দাপট দেখিয়েছে। কিন্তু এখন তারা অস্তিত্ব সংকটে ভুগছে। এদের দেখে আমাদের শিখতে হবে। সতর্ক থাকতে হবে যাতে ওদের করা ভুলগুলো যেন আমরা না করি।” একইসঙ্গে মাঠে নেমে কর্মীদের লড়াইকেও কুর্নিশ জানিয়েছেন তিনি।
কর্মসমিতির শুরুতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মুখে বাংলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচারের কথা উঠে এসেছিল। এদিন ফের মোদির মুখে বাংলায় দলীয় কর্মী খুনের প্রসঙ্গ শোনা যায় বলে দাবি করেছেন রাজ্য বিজেপির একাধিক নেতা। এদিন দিলীপ ঘোষ বলেন, “মোদিজির মুখে দু’বার বাংলার কথা উঠে এসেছে। উনি বলেছেন, বাংলায় রাজনৈতিক হিংসা চলছে। তারপরেও নিজেদের আর্দশচ্যুত হয়নি দলের কর্মীরা। তাঁদের প্রশংসা করেন মোদিজি। বলেন, তেলেঙ্গানা, কেরল, বাংলায় বিজেপির কর্মীদের খুন করা হচ্ছে।”
Be the first to comment