“ছোটো ছোটো জিনিসেও নজর”, নেটিজেনদের মন জিতলেন নরেন্দ্র মোদী

Spread the love

তিনি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধানমন্ত্রী। তবে প্রতিটি ছোটো ছোটো বিষয়ে তাঁর নজর রাখার বিষয়টি সর্বজনবিদিত। আর অ্যামেরিকায় পৌছতেই তাঁর এরকম একটি ছোটো বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় দিয়ে নেটিজেনদের মন জয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার প্রধানমন্ত্রী মোদীকে হিউস্টনে স্বাগত জানাতে আমলা, কূটনীতিক থেকে রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। এদিন বিমান থেকে নামার পর রেড কার্পেট বিছানো পথে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী। সবার সঙ্গে করমর্দন করতে লাগলেন ৷ সেইসময় প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হলো। প্রধানমন্ত্রী সেই ফুলের তোড়া গ্রহণ করার পর দেহরক্ষীদের হাতে দেন ৷ এরপর দু’পা এগিয়েছেন ৷ তারপরই সামনের দিকে ঝুঁকলেন ৷ দেখা গেল, ফুলের তোড়া থেকে পড়ে গেছিল ফুল। আর তা স্বযত্নে তুলে নিলেন প্রধানমন্ত্রী। তাঁর এই অকৃত্রিম সরলতা মন কেড়েছে সবার।

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷ কেউ লিখেছেন, ফুলের তোড়া থেকে পড়ে যাওয়া ফুল মাটি থেকে তুলছেন প্রধানমন্ত্রী ৷ কী সরলতা ৷ আর একজন লিখেছেন, ছোটো বিষয়েও নজর ৷ মহান নেতার সরলতা ৷

দেখুন ভিডিও!

উল্লেখ্য, আজ হিউস্টনে “হাউডি মোদী” অনুষ্ঠানে ৫০ হাজার প্রবাসী ভারতীয়র সামনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আজ অ্যামেরিকায় পা রেখেই সেখানকার হিউস্টনের চমৎকার আবহওয়া নিয়ে টুইট করেন মোদী। তিনি লেখেন, হাউডি হিউস্টন। এখানে বিকেলটি চমৎকার। আমি এই প্রাণোজ্জ্বল শহর বিভিন্ন অনুষ্ঠআনে যোগ দিতে মুখিয়ে আছি।

৬ দিনের অ্যামেরিকা সফরে আজকেই সেদেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তাঁর কর্মব্যস্ত সফরসূচিতে রয়েছে ১০টি অনুষ্ঠান, একগুচ্ছ সম্মান, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। ইতিমধ্যেই অ্যামেরিকার তেলুরিয়ান ও ভারতের পেট্রোনেটের মধ্যে MoU স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন অ্যামেরিকায় বসবাসরত শিখ ও কাশ্মীরি পন্ডিত সমাজের সঙ্গেও।



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*