সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতেও কাশ্মীর প্রসঙ্গ টেনে আনলেন নরেন্দ্র মোদী। গুজরাতের কেভাডিয়াতে বল্লভভাইয়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৭০ ধারা লোপের পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাস শেষ হয়ে যাবে বলে আগেই দাবি করেছিলেন মোদী। এদিন ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ নিয়ে অনেকদিন ধরেই লড়ছিলেন কাশ্মীরের মানুষ। ৩৭০ ধারা রদের পর থেকে এই সন্ত্রাস নির্মূল হবে। গোটা উপত্যকা জুড়ে উন্নয়নের জোয়ার বইবে।
বৃহস্পতিবার পরোক্ষভাবে আক্রমণ করলেন জওহরলাল নেহরুকে ৷ আজ গুজরাতে বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছে ৷
প্রধানমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীর ও লাদাখে নতুন ব্যবস্থা চালু করার অর্থ কোনও সীমারেখা টানা নয় বরং দৃঢ় বিশ্বাসের নির্মাণ করা ৷ পাকিস্তানকে আক্রমণ করে মোদীর বক্তব্য, যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিততে পারে না তারাই ভারতের ঐক্য নষ্ট করার চেষ্টা করছে ৷
মোদী এদিন আরও বলেন, তিন দশক ধরে ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ সন্ত্রাসবাদের জেরে বহু মা তাদের সন্তান হারিয়েছেন ৷ এখন এই ৩৭০ ধারার দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে ৷ এটি বল্লভভাই প্যাটেলের অনুপ্রেরণা ছিল যা জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার ক্ষেত্রে আমাদের অনুপ্রাণিত করেছে ৷ বল্লভভাই প্যাটেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশের অর্থনৈতিক ও সাংবিধানিক সুসংহতির উপর জোর দিচ্ছি ৷
জওহরলাল নেহরুকে পরোক্ষভাবে আক্রমণ করে মোদী বলেন, একসময় প্যাটেল বলেছিলেন তিনি কাশ্মীর ইস্যু সামলাবেন ৷ তাহলে এই সমস্যার সমাধান করতে এত সময় লাগত না ৷ নাম না করে পাকিস্তানকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ বলেন, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদের মধ্য দিয়ে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের গর্ব ৷ বিশ্বের দরবারে আমাদের পরিচিতি ৷ বিবিধের মাঝেও এই ঐক্য দেখে সমগ্র বিশ্ব বিস্মিত ৷
চাণক্যের প্রসঙ্গ এনে মোদীর বক্তব্য, কয়েকশো বছর আগে চাণক্য আমাদের দেশকে এক করেছিলেন ৷ তারপর সর্দার বল্লভভাই প্যাটেল এই কাজ করেছেন ৷
Be the first to comment