সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) সাংবিধানিক বৈধতা নিয়ে বিতর্কের মধ্যে সাধারণন্ত্রতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবিধানের একটি কপি ‘উপহার’ দিল কংগ্রেস। তা পড়ে দেখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে সোনিয়া গান্ধীর দল।
প্রজাতন্ত্র দিবস পালনেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের সুর ঝরে পড়ল। সাত দশক আগে দেশে সংবিধান কার্যকর হয়েছিল এই ২৬ জানুয়ারি। আর সেই সংবিধানকে লঙ্ঘন করে নাগরিকত্ব আইন আনা হয়েছে বলে অভিযোগ করে বেশ কিছুদিন ধরে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ।
আর সেই কারণেই এই বিশেষ দিনটিকে CAA-র বিরুদ্ধে প্রতিবাদের জন্য বেছে নিয়েছেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থানে এ দিন সংবিধানের প্রস্তাবনা পাঠ করে প্রতিবাদ দেখান CAA বিরোধীরা। এর মধ্যেই ২৬ জানুয়ারি কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ হিসেবে মোদীকে এক কপি সংবিধান পাঠানো হল।
Be the first to comment