করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ অনেক লম্বা: নরেন্দ্র মোদী

Spread the love

করোনা ভাইরাস নামের এই বিশ্ব মহামারীর বিরুদ্ধে যুদ্ধটা অনেক লম্বা। আর সেই যুদ্ধে আমাদের জিততেই হবে। সোমবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ‘লড়াইটা অনেক লম্বা। আর সেই লড়াইতে আমাদের ক্লান্ত হলে বা থেমে গেলে চলবে না। আমাদের জয়ী হতেই হবে। আমাদের এখন একটাই লক্ষ্য। যুদ্ধে জিততেই হবে।’

কোরোনার সংক্রমণ রুখতে সরকার ইতিমধ্যে আরোগ্য সেতু নামে একটি অ্যাপ চালু করেছে । ব্যবহারকারীর শরীরে ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কতটা রয়েছে, তা জানাবে এই অ্যাপ । সকল দলীয় কর্মীকে এই অ্যাপ ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি । শুধু তাই নয়, কমপক্ষে ৪০ জনকে এই অ্যাপ ব্যবহারের জন্য বলার আবেদনও জানিয়েছেন তিনি । পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলেও দান করার আবেদন জানিয়ছেন ।

এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০০ পেরিয়ে গিয়েছে বলে দাবি সংবাদমাধ্যমের। মৃতের সংখ্যা শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা চললেও, সংখ্যাটা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এদিকে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছেন মোদী। ১৪ এপ্রিলের পর লকডাউন উঠে যাবে কিনা, সেই বিষয়ে কোনও তরফেই কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে মোদীর এই লম্বা যুদ্ধের কথায় জল্পনা বেড়েছে। অনেকেই মনে করছেন, লকডাউন লম্বা করার ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী। যদিও সরকারিভাবে সেরকম কিছু জানা যায়নি। সূত্রের খবর, পরিস্থিতি দেখেই ১৪ এপ্রিল সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছেন মোদী। ১৪ এপ্রিলের পর লকডাউন উঠে যাবে কিনা, সেই বিষয়ে কোনও তরফেই কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে মোদীর এই লম্বা যুদ্ধের কথায় জল্পনা বেড়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯০, তামিলনাড়ুতে ৫৭১, দিল্লিতে ৫০৩। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ। মৃতের সংখ্যা প্রায় ৭০,০০০।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে রবিবার রাতে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দিয়েছিল দেশ। তারপরের দিন সকালেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪০০০। মৃত ১০৯ জন।

মারণ ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়, তা নিয়ে শনিবার টেলিকনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৈঠকে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার সংকল্প নেন বিশ্বের এই দুই তাবড় নেতা৷

আলোচনা প্রসঙ্গে মোদী জানিয়েছেন, ‘আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে৷ কোভিদ ১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত-মার্কিন অংশীদারিত্বের পুরো শক্তি মোতায়েন করতে সম্মত হয়েছি৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*