সলমন খানকেও ছাপিয়ে গেলেন মোদী, কিন্তু কেন জানেন কী? পড়ুন!

Spread the love
‍‍‍২০১৯-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনৈতিক দলই।এবার কেন্দ্রে সরকারকে আরও মজবুত ভবিষ্যত দিতে সলমান খানকেও ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন একটি অ্যাপ লঞ্চ করে, তা অভিনব ভাবে প্রচার করলেন তিনি। অ্যাপের নাম, নমো।
বলিউড হিট “জয় হো” সিনেমায় সলমন খান বলেছিলেন, কেউ তোমাকে সাহায্য করলে তাকে ধন্যবাদ দিও না, তার বদলে আরও তিন জনকে সাহায্য করো। এতে বহু মানুষ উপকৃত হবেন। সেই একই কায়দায় এৱার মোদী বলছেন, সব বিজেপি সমর্থক নমো অ্যাপটি ডাউনলোড করুন। সেই সঙ্গে আরও পাঁচ জনকে এই অ্যাপ ডাউনলোড করতে বলুন।
কী আছে নমো অ্যাপে?
সূত্রের খবর, নির্বাচনী প্রচারের জন্য তৈরি এই ভিডিও-অ্যাপে দেখা যাচ্ছে, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্নাটক– এই পাঁচটি রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্রের পাঁচ জন কর্মীকে মোদী বলছেন, সুবিধাবাদী বিরোধী জোটের মুখোশ খুলে দিতে হবে জনগণের সামনে। সেই সঙ্গে কেন্দ্রের শক্তিশালী সরকার সম্পর্কেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
ওই অ্যাপের ভিডিওয় মোদী ছত্তীসগড়ের রাইপুর কেন্দ্রের এক কর্মীকে বলছেন, বুধবার তাঁদের আলোচনা সম্পর্কে সেই কর্মী যাতে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া জানান। সেই সঙ্গে আরও পাঁচ জনকে এই বিষয়ে জানাতে, যাতে তাঁরাও এই অ্যাপটি ডাউনলোড করেন।
সূত্রের খবর, ২০১৯-এর আগে মোদী বিরোধী শিবিরকে ধাক্কা দিতেই এই অ্যাপের উপর এত জোর দিচ্ছেন মোদী। বিরোধীদের জোট নিয়ে বলছেন, তারা বাধ্য হয়ে টিকে থাকার “মজবুর সরকার” গঠনে আগ্রহী। অথচ বর্তমান সরকার অনেক বেশি পোক্ত অর্থাৎ “মজবুত সরকার”।
সমস্ত বিজেপি কর্মীদের উদ্দ্যেশ্যে মোদী বার্তা দিয়েছেন, এই অ্যাপ নিয়মিত দেখতে। এর মাধ্যমে, গোটা দল সাধারণের জন্য কী ভাবে কাজ করছে, সেই খবরে প্রতিদিন নজর রাখতে পারবেন কর্মী-সমর্থকেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*