দেশে ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি করোনা সংক্রমণ, ছন্দে ফিরছে অর্থনীতি: নরেন্দ্র মোদী

Spread the love

সময় মতো পদক্ষেপ করাতেই ভারতে করোনা ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি৷ মঙ্গলবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি আরও দাবি করেন, পৃথিবীর যে দেশগুলিতে করোনায় মৃত্যু সবথেকে কম, তার মধ্যে অন্যতম ভারত৷ তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামান্যতম গাছাড়া মনোভাব দেখালেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে লকডাউন পরবর্তী সময়ে অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলে এ দিন দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

মঙ্গলবার এবং বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আরও একদফা কথা বলবেন প্রধানমন্ত্রী৷ প্রথম দিনের আলোচনা শুরুর আগে এ দিন এক বার্তায় প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে৷ প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, বিদেশ থেকে অসংখ্য ভারতীয় দেশে ফিরেছেন৷ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরাও বাড়ি ফিরছেন৷ তা সত্ত্বেও দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রাখা সম্ভব হয়েছে৷ দেশে সুস্থতার হার ৫০ শতাংশের বেশি বলেও জানান প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলিও বিশ্বাস করছে যে ভারত করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারবে৷

তবে প্রধানমন্ত্রী ফের সতর্ক করে বলেছেন, সামান্য গাফিলতি, বেনিয়ম করলেই করোনার বিরুদ্ধে যুদ্ধ কমজোর হবে৷ এতদিনের ত্যাগ জলে যাবে৷ তিনি বলেন, ‘করোনাকে যত আটকাতে পারব, ততই আমাদের অর্থনীতি খুলবে৷ রোজগারের নতুন পথ খুলবে৷ সবকিছু স্বাভাবিক হবে৷’

এদিন কী বললেন নরেন্দ্র মোদী?

শুনুন!

https://www.facebook.com/narendramodi/videos/2695151464142788/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*