প্রাণায়াম কোভিড-১৯ এর বিরুদ্ধে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, যোগদিবসে জানালেন মোদী

Spread the love

ষষ্ঠ যোগ দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, কোভিড মহামারির মধ্যে প্রাণায়াম নিজেদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেন, যোগার প্রতি মানুষের উৎসাহ দিনে দিনে বেড়ে চলেছে। তিনি জানান, এবছর যোগ দিবসের থিম হিসেবে ‘যোগা অ্যাট হোম অ্যান্ড যোগা উইথ ফ্যামিলি’র কথা জানালেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যে যোগার গুরুত্ব বর্তমানে সারা বিশ্ব বুঝতে পারছে। ইমিউনিটি বাড়ালে এই রোগের বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। মোদী বলেন, কোভিড-১৯ ভাইরাস আমাদের শ্বসনতন্ত্র অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমের ওপর আক্রমণ করে। প্রাণায়ম আমাদের রেসপিরেটরি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে।

আসন ও ব্যায়ামের পাশাপাশি প্রাণায়ামও রোজকার অভ্যাসে সামিল করতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ পুরো দুনিয়ায় করোনা আক্রান্ত মানুষেরা যোগের সুবিধা নিচ্ছেন। যোগ থেকে মানসিক শান্তি, সংযম ও সহনশীলতা পাওয়া যায়।

মোদী বলেন, আমরা প্রয়াস করব ‘যোগা অ্যাট হোম অ্যান্ড যোগা উইথ ফ্যামিলি’কে আমাদের জীবনের অংশ করে নিতে হবে। তবেই আমরা সফল হব, এটা কোনও একদিন করলে হবে না। উল্লেখ্য, ২০১৫ সালে ২১ জুন প্রথম যোগ দিবস পালন করা হয়েছিল। এরপর থেকে প্রতিবছর এই দিনে যোগদিবস পালন করা হচ্ছে। এবছরের যোগদিবসের থিম ‘যোগা অ্যাট হোম অ্যান্ড যোগা উইথ ফ্যামিলি’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*