করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো জায়গায় রয়েছে ভারত৷ শনিবার একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রেভারেন্ড জোসেফ মার থমা মেট্রোপলিটানের ৯০তম জন্মবার্ষিকীতে ভাষণে প্রধানমন্ত্রী জানান, ভারতে করোনা থেকে সেরে ওঠার হার অনেকটা বেশি৷
মোদী বলেন, ‘অতিমারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব৷ Covid-19 শুধুমাত্র একটি শারীরিক অসুখ নয়, যা মানুষের জীবনহানি করতে পারে, একই সঙ্গে আমাদের অস্বাস্থ্যকর জীবন থেকে মুখ ফেরানো কতটা প্রয়োজনীয়, তাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই মহামারী৷’
২০২০ সালের শুরুতে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, কিছু মানুষের অনুমান, করোনা ভাইরাস ভারতে ব্যাপক প্রভাব ফেলবে৷ এ দিন তাঁর বক্তব্য, লকডাউনের জেরে ও সরকারের নেওয়া নানা পদক্ষেপ ও মানুষের লড়াইয়ের ফলে ভারত আজ অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো পরিস্থিতিতে রয়েছে৷
প্রসঙ্গত, ভারতে আজ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩৷ ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণ৷ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ হাজার ৫৫২৷ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত হয়েছে ৩৮৪ জনের৷ ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৮৫৷ দেশে মোট সুস্থ ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১৷
Be the first to comment