অগাস্টের ৫ তারিখ শিল্যান্যাস হবে রামমন্দিরের। শনিবার রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবারের বৈঠকে দু’টি দিন ঠিক করা হয়েছিল। রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়, ৩ ও ৫ তারিখ শিলান্যাসের জন্য ঠিক করা হয়েছে। পরে আজ ৫ তারিখ শিলান্যাসের দিন হিসেবে ঘোষণা করা হয়।
এবিষয়ে উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপাল জানান, এপ্রিলেই শিলান্যাসের কথা ছিল। কিন্তু কোরোনা সংক্রমণের জেরে তা পিছিয়ে যায়। যার ফলে কাজ শুরু করতে দেরি হল। ঠিক সময়ে শুরু হয়ে গেলে মন্দির তৈরি করতে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে।
Be the first to comment