করোনা ভাইরাসের অতিমারি চলছে ৷ ভ্যাকসিন বা কোনও ওষুধের অধীর অপেক্ষা ৷ এহেন সঙ্কটের সময়ে নাগরিকদের ডেঙ্গি নিয়ে সচেতন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ ডেঙ্গি দমনে সতর্কতামূলক পদক্ষেপ করার আবেদন জানালেন মোদী ৷
মঙ্গলবার ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ক্রান্তীয় অঞ্চলের পতঙ্গবাহিত রোগের সময় এই মরশুমটা৷ আমি সবার কাছে অনুরোধ করছি, সতর্কতামূলক ব্যবস্থা নিন ৷ সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে৷ যাঁরা আক্রান্ত, তাঁদের দেখভাল ও চিকিত্সা নিশ্চিত করবে সরকার৷ নিরাপদ থাকুন, আনন্দে থাকুন ৷’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে ৷ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছে বিশ্ববাসী ৷ কিছু অঞ্চলে প্রথমবার ডেঙ্গি আক্রান্তের ঘটনা ঘটে ২০১৯ সালে ৷ ভারতে ১ লক্ষ ৩৬ হাজার ৪২২ জন ডেঙ্গি আক্রান্ত হয় ২০১৯ সালে ৷ ১৩২ জনের মৃত্যু হয় ৷
Be the first to comment