ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে আসলে কংগ্রেস চাষিদের সঙ্গে প্রতারণা করছে। আজ এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের ঋণ মকুবের প্রতিশ্রুতিকে “ললিপপ” বলে চাষিদের তিনি সতর্ক করেন। উত্তরপ্রদেশের গাজ়িপুরে আজ এক সভায় মোদি বলেন, “দেশের চৌকিদার হিসেবে আমি চোরদের পালিয়ে যেতে দেব না। চোরদের সঠিক স্থানে পাঠাব।” তাঁর অভিযোগ, যেখানে কেন্দ্রীয় সরকার গরিব ও কৃষকদের উন্নতিতে কাজ করছে সেখানে অন্যরা দ্রুত রাজনৈতিক লাভের আশায় ঋণ মকুবের “ললিপপ” অফার করছে।
মধ্যপ্রদেশ ও রাজস্থানের কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মকুব করেছে। নাম না করে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, “কী ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? তাত্ক্ষণিক রাজনৈতিক সুবিধা পেতে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু, এগুলি (সমস্যার) স্থায়ী সমাধান হতে পারে না।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “২০০৯ সালের লোকসভা নির্বাচনের আগেও ওরা (কংগ্রেস) ঋণ মকুবের ললিপপ অফার করেছিল।” এরপর উপস্থিত জনতাকে মোদি বলেন,”আপনাদের ঋণ কি মকুব হয়েছিল? আপনাদের অ্যাকাউন্টে কি টাকা এসেছিল? যারা জনগণের সঙ্গে প্রতারণা করে, আপনারা কি তাদের ললিপপে বিশ্বাস করবেন?”
মোদির অভিযোগ, “UPA সরকার স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করেনি। যদি ১১ বছর আগে সুপারিশগুলি কার্যকর করা হত তবে কংগ্রেসকে ঋণ মকুব করতে হত না।” মোদি বলেন, “এই চৌকিদার পূর্ণ সততা ও প্রতিশ্রুতি দিয়ে আপনাদের জন্য কাজ করে চলেছে। আপনারা বিশ্বাস রাখুন। এই চৌকিদারের কারণেই চোরদের ঘুম উড়ে গেছে।”
Be the first to comment