সবচেয়ে বড় তোলাবাজ মোদীঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবারই উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতেও উত্তরবঙ্গের মাটিতে পদযাত্রায় যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। এবারও তাই। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ পথে মমতা। শিলিগুড়ি মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত পদযাত্রা করছেন তিনি। আর এই পদযাত্রায় সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। আজ থেকেই পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। এদিন মিমি, নুসরত, দোলাকে পাশে নিয়ে পদযাত্রায় মুখ্যমন্ত্রী।

এদিন মোদীকে বিঁধে মমতা বললেন, “লজ্জা, ঘৃণা, ভয়- তিন থাকতে নয়…’। রাজনৈতিক কারণে বাংলায় এসেছেন, আসতেই পারেন। কিন্তু তার আগে জবাব দিন, কেন এলপিজি গ্যাসের দাম ৯০০ টাকা মতো হয়েছে? জবাব দিন কেন গ্যাসের দাম পেট্রোলের দাম বাড়ছে? বাংলা সরকার বিনা পয়সায় চাল দেয়, আর ফোটাতে গেলে ৯০০ টাকা। ৯০০ টাকা গ্যাস কিনে ফোটাতে হয়। নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা? বাংলায় পরিবর্তন হবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে। পরিবর্তন দিল্লিতে হবে।

আগামী দিনেই তো পাঁচটা স্টেটে ইলেকশন আছে। পাঁচটায় পাঁচটা ছক্কা খাবেন। অসমে হারবেন, বাংলায় হারবেন। রান্নাঘরের গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে আবার মহিলাদের সম্মান নিয়ে কথা বলেন। আমার মা-বোনেরা রাত দশটায় রাস্তায় ঘোরে।উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে, বিহার, গুজরাটে বিকাল তিনটেতেও মেয়েরা রাস্তায় বেরোতে পারে না। হাথরসে এক দিনে তিনটে রেপ হলে, তাঁর বাবা প্রতিবাদ করতে গেলেন, তাঁকে মেরে দিল আপনার লোকেরা। লজ্জা, ঘৃণা, ভয়- তিন থাকতে নয়।

সব কিছু বেঁচে দিচ্ছেন। বাকি কী আছে? শুধু ভারতের নামটা বদলে দিতে চান, আপনার নামে? লজ্জা লাগে, সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে যে স্টেডিয়াম ছিল, তা আপনার নামে হয়ে গেল। কোভিড ইঞ্জেকশনের মধ্যেও মোদীর মুখ লাগিয়ে দিয়েছে। তার মানে উনি হচ্ছেন কোভিড কোভিড, যাবেন না সামনে। গেলেই কোভিড খেয়ে নেবে, তাড়া করবে।

একটা গরিব লোক তোলাবাজি করলে ৫টা ১০ টাকা,৫০০ টাকা। আর বাংলায় এসে এসে বারবার বলে তোলাবাজি। সবচেয়ে বড় তোলাবাজি তো আপনি। সেইল বিক্রি কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? উজালা গ্যাস! ক্যাহা গ্যায়া উজালা? উজালাতে আপনার লোক সব খেয়ে গেছে। সিন্ডিকেট! ইন্ডিয়া নোজ ওনলি ওয়ান সিন্ডিকেট। দ্যাট ইজ নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ।

এছাড়াও এদিন সরাসরি মমতা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন মোদী মিথ্যে কথা বলেন। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে তো অন্তত সম্মান দিক। টুকে নিয়ে এসে বক্তৃতা দেন মোদী। মোদীকে ওয়ান টু ওয়ান-এর আহ্বান মমতার। খেলা হবে। দেখা যাবে, কে কত খেলতে পারে!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*