হাতে ধরে জন্মদিনের কেক কাটিয়ে আডবাণীকে খাইয়ে দিলেন নরেন্দ্র মোদী

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর জন্মদিন উপলক্ষ্যে তাঁর বাসভবনে পৌঁছন৷ সেখানে উপস্থিত ছিলেন আডবাণীর পরিবারের সদস্যরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও আরও গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা ৷

আডবাণীর বাসভবনে যাওয়ার আগেই তাঁকে ট্যুইটে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷ নিজের শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন অর্থাৎ ‘হৃদয় পরিপূর্ণ শুভেচ্ছা লালকৃষ্ণ আডবাণীজিকে৷ যিনি আমাদের দেশের গঠনে বড় ভূমিকা নিয়েছিলেন৷ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন তিনি৷ তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য কামনা করি৷ ’

বিজেপির প্রবীণ নেতা দেশের সপ্তম উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণীর জন্ম পাকিস্তানের করাচিতে ১৯২৭ সালের ৮ নভেম্বর হয়েছিল৷ হিন্দু-সিন্ধ্রি পরিবারে হয়েছিল ৷ তাঁর পিতার নাম কিশনচন্দ আডবাণী তাঁর মায়ের নাম জানী দেবী ৷ তাঁর পিতা উদ্যোগপতি ছিলেন ৷

নিজের শিক্ষা উনি করাচির সেন্ট প্যাট্রিক হাই স্কুল শিক্ষার কাজ শুরু করেন ৷ এরপর তিনি হায়দরাবাদ, সিন্ধের ডিজি ন্যাশানাল স্কুলে ভর্তি হয়েছিলেন৷ দেশভাগের সময় তাঁর পরিবার পাকিস্তান ছেড়ে মুম্বইতে এসেছিলেন৷ তিনি ল কলেজ অফ বোম্বে ইউনিভার্সিটি তে আইন নিয়ে পড়াশুনো করেন ৷ তাঁর স্ত্রী-র নাম কমলা আডবাণী , তাঁর ছেলে জয়ন্ত আডবাণী ও মেয়ে প্রতিমা আডবাণী ৷

লালকৃষ্ণ আডবাণী ২০০২ থেকে ২০০৪ অবধি অটল বিহারী বাজপেয়ীর সময় উপ প্রধানমন্ত্রী ছিলেন ৷ এর আগে ১৯৯৮  থেকে ২০০৪ অবধি বিজেপির নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*