
রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এই প্রথম নাগপুরে আরএসএসের সদর দপ্তরে পা রাখলেন। আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সেই সঙ্গে হেডগেওয়ার স্মৃতি মন্দিরে একটি নোট লিখে তাতে আরএসএসের তাৎপর্য তুলে ধরেন মোদি।
এদিন নাগপুরের রেশিমবাগের স্মৃতি মন্দির পরিদর্শনের সময় মোদির সঙ্গে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকেও দেখা গিয়েছে সেখানে। আরএসএস আধিকারিকদের সঙ্গেও দেখা করেছেন মোদি। এরপর আরএসএসের প্রতিপদ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আরএসএসের শ্রুতি মন্দিরে সংঘ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাজ্ঞাপনের পর দীক্ষাভূমি মন্দিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে গিয়ে সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। এ বছর শতবর্ষ উদযাপন করছে সংঘ। সেই উপলক্ষে বছরভর নানা পরিকল্পনা নেওয়া হয়েছে আরএসএসের তরফে।
এর আগে ২০১৩ সালের জুলাই মাসে শেষ বার আরএসএসের সদর দপ্তরে গিয়েছিলেন মোদি। দীর্ঘ ১২ বছর পর ফের সেখানে গেলেন তিনি। নাগপুর সফর সেরে ছত্তিশগড়ের উদ্দেশে রওনা দেবেন তিনি মোদি।
Be the first to comment