বালেশ্বরে দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রীর, দেখা করলেন আহতদের সঙ্গে

Spread the love

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। শনিবার দুপুরে সেই মৃত্যু উপত্যকায় পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বায়ুসেনার হেলিকপ্টারে চেপে দুর্ঘটনাস্থলের পৌঁছন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে কিছুটা হেঁটে এগিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

বালেশ্বরে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধারকাজ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্তদের যতটা সম্ভব সাহায্য করা যায় তার নির্দেশ দেন। এরপর অস্থায়ী তাঁবুতে বসে ঘটনার সম্পর্কে জানেন রেলমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে। পাশাপাশি কথা বলেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গেও। সেখান থেকে দুর্ঘটনায় আহতদের দেখতে বালেশ্বর হাসপাতালে যান নরেন্দ্র মোদি।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০০ জন মানুষ। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বৈঠক সেরে প্রধানমন্ত্রী ওড়িশার উদ্দেশে রওনা দেন। এই ঘটনায় ইতিমধ্যে উচ্চতর পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেল এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার তদন্তের নেতৃত্বে থাকবেন সাউথ ইস্ট সার্কেলের কমিশনার রেলওয়ে সেফটি এএম চৌধুরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*