আমাদের বিজ্ঞানীরা কোরোনার ভ্যাকসিন তৈরিতে সফল হওয়ার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। সুলভ ও নিরাপদ ভ্যাকসিন নিয়ে বিশ্ব নজর রাখছে। কোরোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভ্যাকসিন বণ্টন নিয়ে সর্বদল বৈঠকে আলোচনা হয়েছে ৷ দেশে তিনটি পৃথক কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে ৷ ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ৷ সবুজ সংকেত মিললেই দেশে ভ্যাকসিন মিলবে ৷
রাজ্যগুলির সঙ্গে কথাবার্তার মাধ্যমেই ভ্যাকসিনের দাম ঠিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রথম দফায় প্রথম সারির কর্মী থেকে স্বাস্থ্য কর্মী, তারপর সংকটজনক অবস্থায় থাকা মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য একজোট হয়ে ভ্যাকসিনের বিষয়ে কাজ করছে। কীভাবে ভ্যাকসিন সরবরাহ করা যায় তার জন্য একটি নেটওয়ার্ককেও কাজে লাগাবে সরকার। বিভিন্ন দলের নেতাদের ভ্যাকসিন সম্পর্কে পরামর্শ লিখিতভাবে জানাতে বলেন তিনি।
এদিকে দেশে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচেই ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৫৯৪ জন ৷ মৃত্যু হয়েছে ৫৪০ জনের ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ লাখ ৭১ হাজার ৫৫৯৷
Be the first to comment