‘দ্য কাশ্মীর ফাইলস’। বক্স অফিসে ঝড় তুলেছে সদ্যমুক্তিপ্রাপ্ত এই ছবি। মঙ্গলবারই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে দলের সাংসদদের কাছে বার্তা দিয়েছেন সিনেমাটিকে সমর্থন করার জন্য। আর তারপরই বঙ্গ বিজেপির নেতাদের দেখা গেল দল বেঁধে ছবিটি দেখতে যেতে।
এর আগে গত শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সদস্যরা। ছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী পল্লবী যোশী এবং প্রযোজক আগরওয়াল। মঙ্গলবার সকালে ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হন মোদি। সেই সঙ্গে অভিযোগ করেন গবেষণালব্ধ ও সত্যনিষ্ঠ ছবিটির বিরুদ্ধে কেউ কেউ চক্রান্ত করতে শুরু করেছেন। তোপ দেগে মোদি বলেছেন, ”বাকস্বাধীনতার ধ্বজাধারী জামাতরা গত পাঁচ-ছয় দিন ধরেই ক্ষোভে ফুঁসছেন। তথ্য ও সত্যের ভিত্তিতে সিনেমাটির বিচার না করে সেটিকে খাটো করে দেখাতে প্রচার চালানো হচ্ছে।” কেন জরুরি অবস্থা নিয়ে কেউ সিনেমা বানাচ্ছেন না, সেই প্রশ্নও তুলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে তাঁর দাবি, দেশভাগ নিয়ে প্রামাণ্য ছবিও এদেশে তৈরি হয়নি।
এদিন দলীয় সাংসদদের মোদী বার্তা দেন‘দ্য কাশ্মীর ফাইলস’কে সমর্থন করার জন্য। এদিনই কলকাতার একটি সিনেমা হলে ছবিটি দেখতে যান বঙ্গ বিজেপির মহিলা মোর্চা নেতৃত্ব। এর আগেই ছবিটি দেখে এসেছেন রাজ্যের বিজেপি যুব নেতৃত্ব। এদিকে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য নেতারাও সিনেমাটি দেখে এসেছেন। সেজন্য একটি গোটা বাস ভাড়া করে হলে যান তাঁরা।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবির ভিত সরকারি সংগ্রহশালায় বন্দি করে রাখা ‘কাশ্মীর ফাইলস’ নামের বিস্ফোরক নথি। মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশীর মতো পোড় খাওয়া অভিনেতা রয়েছেন বিবেকের এ ছবিতে। পাশাপাশি অভিনয় করেছেন দর্শন কুমার, পুনীত ইসার, প্রকাশ বেলাওয়াড়ি।
Be the first to comment