দূষণ ঠেকাতে আমূল সংস্কার হবে আদি গঙ্গার, ভিত্তিপ্রস্থর স্থাপন প্রধানমন্ত্রীর

Spread the love

নমামী গঙ্গে প্রকল্পের আওতায় কলকাতার আদি গঙ্গা দূষণমুক্ত করতে আমূল সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কলকাতায় আজ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা জানিয়েছেন। তিনি বলেন গঙ্গাসহ বিভিন্ন নদ নদীকে দূষণমুক্ত করতে ১৫০০ কোটি টাকা ব্যয়ের পাঁচটি প্রকল্পের কাজ চলছে যার মধ্যে আদিগঙ্গা সংস্কারে ৬০০ কোটি টাকার বেশি ব্যয় করা হবে। নদীকে আবর্জনা মুক্ত করতে একাধিক সুয়ারেজ প্রকল্প তৈরি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ৪৬ তম কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায় ৷ ওই টাকায় বৃজি রোড, বাঁশদ্রণী, গল্ফ গার্ডেনে তিনটি বিজ্ঞান সম্মত আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে। ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন বসবে ৷ ১২ টি নতুন বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ড্রেনেজ পাম্পিং স্টেশন করা হবে ৷ ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে ৷সেমি অটোমেটিক নতুন ৬টি পেনস্টক গেট বসানো হবে ও ৬৮ টি পুরনো গেটের সংস্কার করা হবে ৷ একই সঙ্গে ৪ টি ট্রেসেল ব্রিজ তৈরি করা হবে ৷ সংস্কারের কাজ শেষে আগামী ১৫ বছর পুরো প্রকল্পটি বৈজ্ঞানিকভাবে নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা হবে ৷ সেই সঙ্গে দুই ধার সাজিয়ে তোলা হবে ৷এই কাজ শেষ হতে ৩০ মাসের সময়সীমা ধার্য করা হয়েছে।এই প্রকল্পে ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। প্রধানমন্ত্রী আজ ওই সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*