রোমের পিয়াজা গান্ধীতে মোদীকে দেখে আবেগে ভাসলেন প্রবাসীরা

Spread the love

রোমে বসবাসকারী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৷ শুক্রবার রোমের পিয়াজা গান্ধীতে পৌঁছন মোদী ৷ উদ্দেশ্য, মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন ৷ ভারতের প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতেই রীতিমতো হুল্লোড় শুরু করে দেন রোমে বসবাসকারী ভারতীয়রা ৷ নরেন্দ্র মোদীকে সমবেতভাবে অভ্যর্থনা জানান তাঁরা ৷

সূত্রের খবর, শুধুমাত্র নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখবেন এবং তাঁর সঙ্গে করমর্দন করবেন বলেই বহু প্রবাসী ভারতীয় সারারাত সফর করে পিয়াজা গান্ধীতে এসে পৌঁছন ৷ মোদীও তাঁদের হতাশ করেননি ৷ পিয়াজা গান্ধী চত্বরে ঢুকেই প্রথমে জাতির জনককে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷ আর তারপরই অপেক্ষারত প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী ৷ তাঁদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় তাঁকে ৷ অনুরাগীদের সঙ্গে হাতও মেলান মোদী ৷ পরে এই বিষয়ে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘রোমে আমি মহাত্মা গান্ধী শ্রদ্ধাজ্ঞাপনের সুযোগ পেয়েছি ৷ তাঁর আদর্শ বিশ্বের কোটি কোটি মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে ৷’’

এদিন পিয়াজা গান্ধীতে প্রধানমন্ত্রীর সামনে শিব স্তূতি করতে শোনা যায় হরিওম কালিয়া নামে এক যোগগুরুকে ৷ সঙ্গে ছিলেন তাঁর তিন ছাত্রী ৷ শিব স্তূতি শুনে প্রধানমন্ত্রী মুখে হাসি ফোটে ৷ সূত্রের খবর, আদতে নাগপুরের বাসিন্দা হরিওম ২০ বছরেরও বেশি সময় ধরে ইতালিতেই রয়েছেন ৷ যোগব্যায়াম শেখানোই তাঁর পেশা ৷ হরিওমের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী ৷ এছাড়া, এক মহিলার সঙ্গে গুজরাতিতেও কথা বলেন তিনি ৷

অনুগামীদের দেখে আপ্লুত হয়ে পড়েন মোদীও ৷ জমায়েতের উদ্দেশ্যে তিনি হাত নাড়তেই ভিড় থেকে ‘‘ভারত মাতা কি জয়’’ এবং ‘‘মোদী, মোদী’’ স্লোগান উঠতে থাকে ৷ মোদীকে সামনে দেখে বিহ্বল হয়ে পড়েন বিষ্ণুনাথ ভাল্লুরি নামে এক ব্যক্তি ৷ বিষ্ণুনাথ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৷ বর্তমানে ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে কর্মরত রয়েছেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*