প্রয়াত প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মঙ্গলবার সকাল থেকেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। শেষমেশ আজ সকাল ১০.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। গত ২৫ দিন ধরে ডাক্তারদের অক্লান্ত চেষ্টা, ভক্তদের প্রার্থনা সব বিফল করে ইহলোক ত্যাগ করলেন প্রবীণ এই শিল্পী। গতকাল তাঁর শরীরের অবস্থার খানিক উন্নতি হলেও আজ সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রবলভাবে ওঠানামা করতে থাকে রক্তচাপ। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিলেন না প্রবীণ কার্টুনিস্ট।
চিকিৎসকেরা জানাচ্ছেন গতকাল অর্থাৎ সোমবার নারায়ণ দেবনাথের অবস্থার খানিক উন্নতি হয়েছিল। ফলে একটু হলেও স্বস্তিতে ছিলেন সকলে। তিনি সাড়া দিচ্ছিলেন চিকিৎসায়। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা করা গেল না। হাসপাতালে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন পরিবারের লোকজন। এখনও পর্যন্ত তাঁর শেষ যাত্রা সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রশাসনের সঙ্গে পরিবারের লোকজন কথা বলছেন।
ডাক্তাররা বারবার জানিয়েছেন তিনি করোনা আক্রান্ত হননি। তবে বার্ধক্যজনিত একাধিক সমস্যার কারণে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। কিডনির সমস্যা, সুগারের রোগ ছিল তাঁর। কিছুদিন আগেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু সেই সময়ে সেরে উঠে বাড়ি ফিরে আসেন। ফলে অনুরাগীরা আশা করেছিলেন এইবারেও তিনি ফিরে আসবেন। তবে তা আর হল না।
বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর কলকাতার নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই দিনকয়েক আগে তাঁর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা হাসপাতালে দেখতে যান তাঁকে। সেখানেই পরিবার-পরিজনদের উপস্থিতিতে প্রবীণ শিল্পীকে সম্মানিত করা হয়।
মঙ্গলবার টুইট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, শ্রী নারায়ণ দেবনাথ জী তাঁর কাজ, কার্টুন এবং ছবির মাধ্যমে বহু মানুষের জীবন উজ্জ্বল করে তুলেছিলেন। তাঁর বুদ্ধিদীপ্ত শক্তি তাঁর কর্মকান্ডে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।
Be the first to comment