‌স্বচ্ছ কর ব্যবস্থা চালু করলেন নরেন্দ্র মোদী

Spread the love

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বৃহস্পতিবার চালু করলেন ‘ সৎ করদাতাদের সম্মান দিতে স্বচ্ছ কর ব্যবস্থা’। এর মাধ্যমে কর ব্যবস্থার সংস্কার জোরদার হবে বলে তিনি জানিয়েছেন। কর প্রদানের ক্ষেত্রে এই প্লাটফর্মটি আরও সহজ করা হবে বলে বৃহস্পতিবার দাবি করেছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে কর ব্যবস্থায় নমোর নজর তিনটি শব্দের মধ্যে Seamless painless, faceless।

সৎ করদাতাদের সম্মানে দেওয়ার ক্ষেত্রে এটি একটি নতুন প্ল্যাটফর্ম বলে উল্লেখ করে মোদী জানালেন, সব করদাতাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে জাতীয় উন্নয়নে। আর তার জন্য এক্ষেত্রে তিনি ফেসলেস অ্যাসেসমেন্ট ও ফেসলেস অ্যাপিলের পাশাপাশি করদাতাদের জন্য সনদের ব্যবস্থা হচ্ছে এই নয়া প্লাটফর্মে।

তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে বড় সংস্কার করা হচ্ছে কর ব্যবস্থায়। এই দিন থেকেই ফেসলেস অ্যাসেসমেন্ট এবং করদাতাদের সনদ চালু হলেও , ফেসলেস অ্যাপিল চালু করা হবে ২৫ সেপ্টেম্বর থেকে বলে তিনি জানান।

নয়া‌ব্যবস্থা চালু করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এটা এমন সময় যখন সংস্কার নিয়ে অনেক কথা বলা হচ্ছে। বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে চাপে পড়ে অথবা কিছু বাধ্যবাধকতায় যা সংস্কার হিসেবে বলা হয়েছে। এইজন্য আকাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। কিন্তু ‌ এবারের ভাবনা এবং অভিমুখ উভয়েরই বদল ঘটেছে। করদাতাদের জন্য সনদ দেশের উন্নয়নের যাত্রার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ বলে দাবি করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্য, ‌ প্রতিটি নিয়ম বিধি এবং নীতি যাতে জনগণ কেন্দ্রিক এবং জনগণ সহায়ক হয় তার দিকে জোর দেওয়া হয়েছে। এটাই নতুন প্রশাসনিক মডেলের ব্যবহারিক দিক এবং দেশ অবিলম্বে এর ফল পাবে।

এদিনের এই ভার্চুয়াল অনুষ্ঠানটিতে বিভিন্ন বণিকসভা, ব্যবসায়ী সংগঠন, চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং সুপরিচিত করদাতারা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*