পাখির চোখ এবার পঞ্চায়েত ভোট। তার প্রচার-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী মাসেই ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, জুনের মধ্যেই রাজ্য সফরে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। জোর দেওয়া হবে বাড়ি বাড়ি জনসংযোগে। মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কাজ তুলে ধরতে ঘরে ঘরে গিয়ে আমজনতাকে কাজের খতিয়ান দেওয়া হবে। এমনই পরিকল্পনা নিয়েছে বিজেপি।
বিজেপি সূত্রে খবর, আগামী মাসে রাজ্যে তিনটি বড় জনসভা হওয়ার কথা। দলের তিন শীর্ষ নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে দিয়ে তা করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। যদিও সভার দিনক্ষণ ও সভাস্থল এখনও সেভাবে ঠিক হয়নি। তবে উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গে তিনটি সভা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বুধবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে জানান, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। আসার কথা ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরও।
আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। ওইদিন রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন যোগ দিবস উদযাপনের উদ্যোগ নিলে বিজেপি পাশে থাকবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। এলাকা এছাড়া ৯ বছর পূর্তি উপলক্ষে ২১ থেকে ৩০ জুন, এই ৯ দিনব্যাপী বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে। মূল তিনটি জনসভা করবেন মোদি-শাহ ও নাড্ডা। এছাড়াও রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ২৯৪ টি জনসভা করবেন রাজ্য নেতারা। এমনই জানিয়েছেন সুকান্ত মজুমদার।
Be the first to comment