তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের স্বামীর হাতে অত্যাধুনিক কার্বাইন। শোরগোল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। প্রায় একমাস দেখা মেলেনি তার। কার্বাইন উদ্ধার হলেও শাসক দলের স্থানীয় নেতা নরেশ দেবনাথকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রবিবার তাকে পাকড়াও করে পুলিশ। দিনহাটা থানায় রাতভর চলে জেরা। সোমবার গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার দিনহাটা আদালতে তোলা হলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বাইরের রাজ্য থেকে বিজেপি লোক ঢুকিয়ে বাংলায় গণ্ডগোল পাকাচ্ছে, ইদানীং শাসক দলের সব নেতাই এই অভিযোগ তোলেন। কিন্তু কোচবিহারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে এ দিন আশঙ্কা প্রকাশ করলেন শাসক দলের নেতার হাতে কার্বাইন এসেছিল উত্তর-পূর্বের রাজ্য থেকে। সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার জানিয়েছেন, “কোথা থেকে এই কার্বাইন এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উত্তর-পূর্বের কোনও রাজ্য থেকে এই অত্যাধুনিক কার্বাইন আনা হয়েছে।”
৩০ অগস্ট প্রথম কার্বাইন নরেশের ছবি সামনে এনেছিল ‘দ্য ওয়াল।’ এমনিতেই পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে কোচবিহারে হিংসার ঘটনা ছিল কার্যত রুটিন। শাসক দলের ভিতরকার দ্বন্দ্ব বারবার সামনে চলে আসে। সেই লড়াইয়ে ঢুকে পড়ে একে-৪৭-এর মতো অস্ত্রও। তার মধ্যে কার্বাইন হাতে তৃণমূল নেতার ছবি কার্যত ঘুম ছুটিয়েছিল প্রশাসনের।
Be the first to comment