জেটের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিভিন্ন অফিসে তল্লাশি চালালো ইডি

Spread the love

জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিভিন্ন অফিসে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলার তদন্তেই এই তল্লাশি বলে জানা গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে দিল্লি, মুম্বইয়ের প্রায় ১২টি জায়গায় তল্লাশি চালানো হয়। উলেখ্য, ২০১৪ সালে Etihad Airways জেট প্রিভিলেজ প্রাইভেট লিমিটেডের শেয়ার অধিগ্রহণ করে। সেই প্রক্রিয়ায় FDI লঙ্ঘনের অভিযোগের তদন্ত শুরু করেছে ইডি।

উলেখ্য, প্রচুর দেনার কারণে চলতি বছরের এপ্রিল মাস থেকে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ। প্রায় ২০ হাজার কর্মী বেকার হয়ে যান। এদিকে মার্চ মাসে নরেশ গোয়েল এবং তাঁর স্ত্রী জেট এয়ারওয়েজের বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন। বিমান সংস্থার চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন তিনি। জেট এয়ারওয়েজের বাজারে প্রায় ৮ হাজার কোটি টাকার দেনা রয়েছে। যদিও কয়েক মাস আগে পর্যন্তও ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহণ সংস্থা ছিল তারা। বিমান চালানো বন্ধ করে দেওয়ার পর মে মাসে নরেশ গোয়েল ও তাঁর স্ত্রীকে মুম্বই বিমানবন্দরে আটকে দেওয়া হয় যাতে তাঁরা বিদেশে না যেতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*