দলের বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা তৃণমূলের, ক্ষমা চাইলেন নার্গিস

Spread the love

বিধায়কের অশালীন মন্তব্যে পাশে দাঁড়াল না তৃণমূল বরং তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায়। বিধায়কের মন্তব্যের নিন্দা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এমনকী, পার্থ চট্টোপাধ্যায় অধিবেশন কক্ষেই স্পষ্ট জানিয়ে দেন, এই মন্তব্য সমর্থনযোগ্য নয়।

শনিবার বাজেট অধিবেশন চলাকালীন বাম বিধায়ক জাহানারা খানকে ধর্ষণের হুমকি দেন মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। বলেন, আগে বলে নিই, তারপর তোর ধর্ষণটা হবে। আর এই মন্তব্য শোনার পর অধিবেশন কক্ষেই কেঁদে ফেলেন জাহানারা।

নার্গিসের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অধিবেশন কক্ষেই তিনি বলেন, এই মন্তব্য সমর্থনযোগ্য নয়। আমাদের দল এর নিন্দা করেছে। যে বিধায়ক এই মন্তব্য করেছেন তাঁর পাশে দাঁড়াচ্ছি না।

নার্গিসের মন্তব্যের সমালোচনা করেন তৃণমূল নেতা তাপস রায়ও। তিনি সাংবাদিকদের বলেন, পার্লামেন্টারিয়ান প্র্যাকটিসে কিছু শব্দ ব্যবহার করা যায়। কিছু শব্দ ব্যবহার করা যায় না। বিধানসভায় ২৯৪ জন সদস্য আছি। আমাদের মনে রাখতে হবে এই সদনের একটা গরিমা রয়েছে। আর সেই গরিমা রক্ষা করার জন্য সংযতভাবে শব্দচয়ন করব। আমাদের যে বিধায়ক এই মন্তব্য করেছেন তিনি বিধানসভা কক্ষে দুঃখ প্রকাশ করেছেন।

অধিবেশনের প্রথমার্ধের পর বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক বসে। আর সেই বৈঠকে নার্গিসের অশালীন মন্তব্য নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, নার্গিসকে জাহানারারা কাছে ক্ষমা চাইতে হবে। সেইমতো নার্গিসকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতো অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতেই সকলের সামনে হাতজোড় করে জাহানারার কাছে ক্ষমা চেয়ে নেন নার্গিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*