অভিজিৎ সাউঃ শেষ পর্যন্ত বিখ্যাত মার্কিন বিজ্ঞানী স্টিফেন হকিং-র মতামত সত্যি হতে চলেছে। তিনি বলেছিলেন, ‘পৃথিবীর মত মহাবিশ্বের গহনে আরও অন্যান্য গ্রহে মানুষের মত প্রাণী আছে’। কেপলার মহাকাশযান’র অন্তর্গত ‘ফটোমিটার’ যন্ত্রটি কয়েক বছর ধরে ক্রমাগত ১৪৫,০০০টি তারার উজ্জ্বলতা পর্যবেক্ষণ করতে করতে শেষ পর্যন্ত ২০টি এমন গ্রহ খুঁজে পেল যার বর্হিগঠন এবং আবহাওয়া-র মিল পৃথিবীর সাথে ৯৭%। নাসার কেপলার মিশন-র অন্তর্গত ‘Earth 2.0’ বিষয়ের একটি বড়ো সাফল্য এটি। বিজ্ঞানীদের ধারনা এই সমস্ত গ্রহের কোনো-কোনোটির মধ্যে প্রাণীর বসবাস থাকতেও পারে। এই গ্রহগুলির নাম রাখা হয়েছে – KOI-7923.0। পৃথিবীর তুলনায় এই গ্রহগুলির শীতলতা কিছুটা বেশী হলেও বিজ্ঞানীরা মনে করেন গ্রহগুলির অপর পৃষ্ঠে উষ্ণ আবহাওয়া বর্তমান। নাসা-র কেপলার মিশনের মুখ্য আধিকারিক গ্রহ গুলিতে একটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনাও করেছেন।
Be the first to comment